ব্রহ্মপুত্র নদের পাদদেশে প্রাকৃতিক মনোরম পরিবেশে বৃহত্তর চরাঞ্চলে ১৯৯২ সালে কামারের চর কলেজটি প্রতিষ্ঠিত হয়। কামারের চর কলেজটি অত্র চরাঞ্চলবাসীর বহুদিনের আকাঙ্খিত ও প্রত্যাশিত মনের দাবি ও প্রাণের দাবি। কামারের চর কলেজ হতে জেলা সদরের দূরত্ব প্রায় ১৪/১৫কি.মি.। ছাত্ররা অত্যন্ত কষ্ট করে জেলা সদরের কলেজে গেলেও ছাত্রীদের কিন্তু চরম দূর্দশা পোহাতে হয়। কলেজটি অনাগ্রসর, প্রত্যন্ত চরাঞ্চল, হাওর-বাওর ও বন্যা কবলিত এলাকায় অবস্থিত। এলাকাটি দরিদ্র, অবহেলিত হওয়া অভিভাবকরা ছেলে/মেয়েদের লেখাপড়ার খরচ যোগান দিতে পারে না বিধায় কামারের চর কলেজটি প্রতিষ্ঠিত হয়েছে।
শিক্ষাই জাতির মেরদন্ড, শিক্ষ ছাড়া কোন জাতি মাথা তুলে দাড়াতে পারে না। কোন দেশের সমৃদ্ধি ও অগ্রগতি নির্ভর করে সেই দেশের শিক্ষার মানের উপর। তাই আমি বিশ্বাস করি জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়তে বঙ্গবন্ধুর তনয়া মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ঘোষিত শিক্ষা সহ দক্ষ মানব শক্তি তৈরিতে রুপকল্প ২০৪১ বাস্তবায়নে কামারের চর কলেজ আগামী দিনগুলোতে অগ্রণীভূমিকা পালন করবে। তাই কথাটি ভেবে শেরপুর জেলার পশ্চাৎপদ জনপদে শিক্ষার হার বৃদ্ধিকল্পে তথা দেশকে কিছু সৃজনশীল মানুষ উপহার দেওয়ার লক্ষে ১৯৯২ সালে কামারের চর কলেজের যাত্রা শুরু হয়। অক্লান্ত পরিশ্রম ও সাধনার মধ্য দিয়ে কলেজটি যখনই কাঙ্খিত লক্ষ্যের দিকে ধাবিত হতে থাকে ঠিক সেই সময়েই একটি অপ শক্তি কলেজের উন্নয়নের সাফল্য ও অগ্রযাত্রাকে ন্যাসাৎ করার ষড়যন্ত্রে লিপ্ত হয়। আল্লাহর অসীম রহমত, ধৈর্য ও সাহসের সাথে সকল অপ শক্তি দৌড়াত্মাকে শক্ত হাতে দূরে ঠেলে দিয়ে অভিজ্ঞ শিক্ষক মন্ডলি ও সম্মানিত অভিভাবক গণের অনুপ্রেরনায় ও সার্বিক সহযোগিতায় কামারের চর কলেজের অগ্রযাত্র অব্যাহত রাখতে সক্ষম হয়েছি। এই কলেজটি এইচএসসি পরিক্ষায় পর পর তিনবার শেরপুর জেলার শীর্ষে রেজাল্ট করতে সক্ষম হয়েছে।
এই কন্টাকাকীর্ণ পথ পাড়ি দিয়ে যে সব অভিভাবক ও সুধিবৃন্দ পাশে থেকে সব সময় সার্বিক সহযোগিতা করেছেন ও সাহস যোগিয়েছেন তাদের প্রতি রইল আমার কৃতজ্ঞতা ও শুভেচ্ছা। ভবিষ্যতে কলেজটি শিক্ষার মানোন্নয়নে আরো সামনের দিকে এগিয়ে যাবে এবং অগ্রযাত্রা অব্যাহত থাকবে এটাই আমার প্রত্যাশা।
অধ্যক্ষ (ভারপ্রাপ্ত)
কামারের চর কলেজ
শেরপুর সদর, শেরপুর।