শিক্ষা মানুষের মৌলিক অধিকার এবং আর্থ-সামাজিক উন্নয়নের চাবিকাঠি। যুযোগপযোগী শিক্ষা ব্যবস্থা ছাড়া সুশিক্ষিত ও দক্ষ মানব সম্পদ গড়ে তোলা সম্ভব নয়। সভাপতি গভার্নিং বডি কামারের চর কলেজ শেরপুর সদর, শেরপুর।
ব্রহ্মপুত্র নদের পাদদেশে প্রাকৃতিক মনোরম পরিবেশে বৃহত্তর চরাঞ্চলে ১৯৯২ সালে কামারের চর কলেজটি প্রতিষ্ঠিত হয়। কামারের চর কলেজটি অত্র চরাঞ্চলবাসীর বহুদিনের আকাঙ্খিত ও প্রত্যাশিত মনের দাবি ও প্রাণের দাবি। কামারের চর কলেজ হতে জেলা সদরের দূরত্ব প্রায় ১৪/১৫কি.মি.। ছাত্ররা অত্যন্ত কষ্ট করে জেলা সদরের কলেজে গেলেও ছাত্রীদের কিন্তু চরম দূর্দশা পোহাতে হয়। কলেজটি অনাগ্রসর, প্রত্যন্ত […]